প্রথম বিবাহবার্ষিকীতে যেভাবে কাটাচ্ছেন দীপিকা-রণবীর

0
3

আজ, বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম বিবাহবার্ষিকী। বলিউডের অন্যতম চর্চিত এই জুটি প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন তিরুপতির তিরুমালা মন্দিরে। যেখানে কনের সাজে দেখা গিয়েছে দীপিকাকে। রক্তরঙা কাঞ্জিভরম, ভারী গয়না, সিঁদুর পরিহিতা স্ত্রীর পাশে রণবীর সেজেছেন কুর্তা-পাজামায়। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।

মন্দিরে পুজো দিয়ে বেরোতেই তাঁদের ঘিরে ধরেন ভক্তরা। হাসি মুখে তাঁদের ছবি তোলার আব্দার মেটান তাঁরা। শুক্রবার বলিউডের এই “পাওয়ার কাপল” যাবে অমৃতসরের স্বর্ণমন্দিরে। এরপর তাঁদের মুম্বই ফেরার কথা। সেখানেই সেলিব্রেট হবে প্রথম বিবাহবার্ষিকী।


আরও পড়ুন – এখনও শঙ্কা কাটেনি লতা মঙ্গেশকারের

বলিউডের এই হট কাপলের সাতপাকের বর্ষপূর্তি নিয়ে টিনসেল টাউনে রীতিমতো উত্তেজনা। ছ’ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর শেষে গত বছরের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন তাঁরা। কোঙ্কনী এবং সিন্ধ্রি দু’টি রীতিতেই বিয়ে করেন দীপ-বীর। পরে মুম্বইতে চোখ ধাঁধানো পার্টি দিয়েছিলেন তাঁরা। এবার বিবাহবার্ষিকী মাতানোর পালা।

আরও পড়ুন – শাহরুখ নো ছুট্টি, তাহলে কাট্টি, মমতার কথায় হাততালির ঝড়