পিকে’র পরামর্শে খড়গপুর ভোটে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে আলাদা ইস্তেহার তৃণমূলের

0
2

রাজ্যে তিন বিধানসভা আসনে উপনির্বাচন হলেও তৃণমূলের কাছে মর্যাদার লড়াই খড়গপুর কেন্দ্র। বিজেপির হাত থেকে আসন কেড়ে নিতে মরিয়া তৃণমূল। আর সম্ভবত সে কারনেই ভোট-গুরু প্রশান্ত কিশোরের পরামর্শে এই প্রথম তৃণমূল তিনটি কেন্দ্রের উপনির্বাচনে পুরোদস্তুর আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করেছে।

বৃহস্পতিবার দলের তরফে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে তাতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে খড়গপুরবাসীকে৷
আগামী 25 নভেম্বর রাজ্যের তিনটি কেন্দ্র, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে উপনির্বাচন হতে চলেছে। তারমধ্যে খড়গপুরের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হল। বাকি দু’টিও প্রকাশের অপেক্ষায়। এ রাজ্যেই শুধু নয়, কোনও রাজ্যেই কোনও রাজনৈতিক দলকে উপনির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে দেখা যায় নি। সম্ভবত এই প্রথম তৃণমূল কংগ্রেস উপনির্বাচনেও ইস্তেহার প্রকাশ করল৷

খড়গপুর সদর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রদীপ সরকার জিতলে কি কি কাজ করবেন তাই বলা হয়েছে ইস্তাহারে। পরিকাঠামো উন্নয়ন থেকে স্বাস্থ্য, পানীয় জল থেকে নিরাপত্তা ব্যবস্থা-সবেতেই উন্নয়ণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, প্রশান্ত কিশোরের পরামর্শেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন তৃণমূল৷ তিন উপনির্বাচন কেন্দ্র ঘুরে এলাকাভিত্তিক কিছু সমস্যা এবং সেই এলাকার প্রয়োজনীয়তা খুঁজে বার করেছে টিম পিকে। সেই সব সমস্যা মাথায় রেখেই তৈরি হয়েছে ইস্তাহার৷