NRC- উৎকণ্ঠা বৃদ্ধি করে এই বঙ্গেও শেষ পর্যন্ত তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প! প্রশ্ন উঠেছে, এই ক্যাম্পের সঙ্গে NRC-র যোগাযোগ কতখানি?
রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস স্পষ্টভাবেই বৃহস্পতিবার জানিয়েছেন, “অযথা এ নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশেষ এক চক্র এ কাজ করছে।এই ক্যাম্পের সঙ্গে NRC-র একশ’ মাইলের মধ্যে কোনও যোগ নেই। আতঙ্কিত হওয়ার কোনও কারণই নেই”।
কলকাতার লাগোয়া রাজারহাটে তৈরি হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। শুধু রাজারহাট নয়, বনগাঁর কাছে আরও একটি ক্যাম্প তৈরি হবে। তাহলে কেন এই ক্যাম্প?
উজ্জ্বলবাবু এদিন বলেছেন, “সম্পূর্ণ অন্য কারণে এই ক্যাম্প তৈরি করা হচ্ছে। নানা অপরাধে যুক্ত থাকার জন্য গত কয়েক বছরে প্রায় 250 জন বিদেশিকে রাজ্য সরকার বিভিন্ন কারণে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে 140 জনকে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বিদেশি বন্দি আছে 110 জন। এই বন্দিদের জন্য অন্য বন্দিদের নানা সমস্যা হচ্ছে। সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই এই বিদেশি বন্দিদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সব বিদেশি বন্দিদের রাখার জন্যই এই ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। এর আর কোনও কারণ নেই”।
কারামন্ত্রী বলেন, ” বন্দি থাকা শতাধিক বিদেশিরা বন্দির অধিকাংশই নাইজিরিয়ার নাগরিক। গত দেড়-দু বছরে কোকেন-সহ একাধিক নিষিদ্ধ জিনিস পাচার ও বিক্রি করার ঘটনায় এই নাইজিরিয়ার নাগরিকদের গ্রেফতার করা হয়। বন্দিদের মধ্যে কলকাতা ময়দানের একধিক ফুটবলারও ছিল। বন্দিদের মধ্যে শিশু-সহ কিছু মা-ও আছে। মেয়াদ শেষে এদের দেশে ফেরত পাঠানো হবে। তার আগে এদের আলাদাভাবে রাখা হবে এই ডিটেনশন ক্যাম্পে।”
আরও পড়ুন-শহরে ফের মাদক-সহ ধৃত কারবারি





























































































































