অযোধ্যার বিতর্কিত জমিতে রামলালার মন্দির গড়ে তোলার পাশাপাশি মসজিদ তৈরির জন্য সরকারকে বিকল্প 5 একর জমির বন্দোবস্ত করতে বলেছে সুপ্রিম কোর্ট। এই রায়ের পর বিভিন্ন মুসলিম সংগঠনগুলি দাবি তুলেছে, মসজিদ গড়ার জমি সরকারের অধিগৃহীত এলাকা থেকেই দিতে হবে। অন্যত্র জমি বরাদ্দ হলে তা নেওয়া হবে না।
অযোধ্যা মামলার অন্যতম পক্ষের প্রতিনিধি ইকবাল আনসারি বলেন, সরকার জমি দিতে চাইলে আমাদের সুবিধা হয় এমন জায়গাতেই তা দিতে হবে। সরকার অযোধ্যার যে 67 একর জমি অধিগ্রহণ করেছিল তার থেকেই 5 একর জমি মসজিদ গড়ার জন্য দিতে হবে। তা না হলে আমরা জমি নেব না। মুসলিম পক্ষের আরেক মামলাকারী হাজি মেহবুব বলেন, আমরা ললিপপ চাই না। সরকার স্পষ্ট জানাক কোথায় জমি দেওয়া হবে। অল ইন্ডিয়া মিল্লি আমিন কাউন্সিলের সাধারণ সম্পাদক খালিক আহমেদ খান, অযোধ্যা পুরসভার প্রতিনিধি হাজি আসাদ আহমেদ বা স্থানীয় মৌলবী মৌলানা জালাল আশরাফ সকলেরই মত, মুসলিম আবেগকে সম্মান জানিয়ে অধিগৃহীত এলাকাতেই জমি দেওয়া হোক। নতুবা কোনও দানের প্রয়োজন নেই। জমিয়ত উলেমা হিন্দের অযোধ্যার সভাপতি মৌলানা বাধা খানের বক্তব্য, মুসলিমরা বাবরি মসজিদের জন্যই লড়াই করেছিল, অন্য কোনও জমির জন্য নয়।
আরও পড়ুন-প্রেসিডেন্সির ছাত্র ভোটের গণনা শুরু, আপাতত সামান্য এগিয়ে SFI































































































































