ব্রিকস সম্মেলনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ব্রাজিলের প্রেসিডেন্ট জার বলসোনারোকে আগামী বছর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হতে আমন্ত্রণ জানান মোদি। গ্রহণ করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। সেইসঙ্গে প্রেসিডেন্ট জানিয়েছেন তাঁর সফরে একাধিক ব্যবসায়ী সঙ্গী হবেন। দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করাই হবে তাঁর লক্ষ্য। বুধবার রাতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে সম্মেলনে যোগ দিতে পৌঁছন প্রধানমন্ত্রী। পৌঁছেই পরের দিন ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে ব্রাজিলের প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। যে দশটি দেশের সঙ্গে ভারতের ব্যবসা শীর্ষ পর্যায়ে চলে তার মধ্যে অন্যতম ব্রাজিল। মূলত কৃষি কাজের সরঞ্জাম সহ নানাবিধ বিনিয়োগের বিষয়টি নিয়ে দুই দেশে ব্যাপকভাবে আগ্রহী।
আরও পড়ুন-সাংবিধানিক বেঞ্চে শবরীমালা মামলা































































































































