শহরে ফের মাদক-সহ ধৃত কারবারি

0
1

তারাতলা থেকে এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করল এসটিএফ। গতকাল, বুধবার তারাতলা থানা এলাকার ট্রান্সপোর্ট ডিপো রোডের আস্তানা থেকে মণিপুরের বাসিন্দা নং ইয়াইমায়ুম রিয়াজুদ্দিন (৩০) ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ৫৮ হাজার ইয়াবা ট্যাবলেট মিলেছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা।

আরও পড়ুন-আবু হাসেমকে সিবিআই তলব