ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি। রাত পোহালেই ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত। বিপক্ষ দল বাংলাদেশে। তার আগেই সাংবাদিক বৈঠকে বেশ খোশমেজাজে ধরা পড়লেন ক্যাপ্টেন কোহলি। হাসিমুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তর মও দিলেন তিনি। সেই উত্তরেই উঠে এল তরুণ বা স্থানীয় বোলারদের বলে নেট প্র্যাকটিস করতে বিরাটের ভাল লাগার কথা।
এই বিষয়ে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা যখন খেলতাম, তখন রঞ্জি ট্রফি কেন অন্য কোনও টুর্নামেন্টের প্রাকটিস দেখার তেমন সুযোগ ছিল না, যতটা আজকে পাওয়া যায়। আজকে ক্রিকেটে উৎসাহী যে কেউ নেট প্র্যাকটিস দেখতে আসতে পারে। এমনকি তারা ভিডিও করে। বেশ ভাল লাগে এই উৎসাহ। ওরা যখন বল করতে আসে এক আলাদা উদ্দীপনা চোখে পড়ে। এমনকি কোনও জাতীয় বা আন্তর্জাতিক ক্রিকেটারকে আউট করার পর ওরা যেভাবে সেলিব্রেট করে, তা আমায় পজিটিভ এনার্জি দেয়। আমরা তো এই সুযোগটা পাই নি। ওরা পাচ্ছে। আশা করব, এটাই ওদের ভবিষ্যতে কাজে লাগবে। অনেকে নেট প্র্যাকটিস শেষে কথা বলতেও আসে। জানার ইচ্ছেটা দেখে বেশ ভাল লাগে।’ এভাবে স্থানীয় বোলারদের প্রশংসায় পঞ্চমুখ কিং কোহলি।
#TeamIndia Captain @imVkohli on youngsters getting access to watch the nets and facing local net bowlers.#INDvBAN pic.twitter.com/autsoKJlmC
— BCCI (@BCCI) November 13, 2019