এখনও শঙ্কা কাটেনি লতা মঙ্গেশকারের। সোমবার থেকে তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। রয়েছেন ভেন্টিলেশনে। চিকিৎসকেরা জানিয়েছেন, সঙ্গীত সম্রাজ্ঞীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে আশঙ্কা এখনও কাটেনি। বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকার। তাঁর আদৌ অস্ত্রোপচার করা হবে কিনা, তা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। চিকিৎসকদের আশা, খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন তিনি। ইতিমধ্যে মঙ্গেশকার পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছে, যেন হাসপাতালের বাইরে মানুষ ভিড় না করেন। তাতে চিকিৎসকদের কাজে অসুবিধা হবে। পরিজনরা জানিয়েছেন, লতাজিকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে তাঁর ভক্তদের নিশ্চিতভাবে জানানো হবে।
আরও পড়ুন – BIG BREAKING : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর




























































































































