বাইক নিয়ে লাদাখ ঘুরে এলেন নাইজেল

0
1

বাইক নিয়ে লাদাখ ঘুরে এলেন অভিনেতা নাইজেল আকারা। ‘কোলাহল’ ও ‘মুক্তধারা’ দুটি নাট্য দলের সদস্যরা কলকাতা থেকে উত্তর সিকিমের চিন সীমান্ত পর্যন্ত পাড়ি দিয়েছিলেন। প্রসঙ্গত, যে দুটি নাট্য দলের সদস্যরা কলকাতা থেকে উত্তর সিকিমের উদ্দেশে যাত্রা করেছিল। তার মধ্যে মুক্তধারা নাট্যদলটি চালান নাইজেল নিজেই।