সৎ বাবার লাগাতার ধর্ষণে কন্যাসন্তান প্রসব নাবালিকার, ধৃত নরাধম

0
6

দিনের পর দিন সৎ মেয়েকে ধর্ষণ করেছে বাবা রূপী শয়তান। এরজেরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা। একটি কন্যাসন্তানের জন্মও দেয় সে। হিন্দমোটরের এই ঘটনায় অভিযুক্তর কঠিন শাস্তির দাবি উঠেছে সবমহলে।
মুর্শিদাবাদের সালারের বাসিন্দা রাজেশ শেখ ওরফে চাঁদ মহম্মদ। সালারে রয়েছেন তার প্রথমপক্ষের স্ত্রী ও সন্তান। এদিকে, হুগলির উত্তরপাড়ার একটি ইটভাটায় কাজ করতে গিয়ে সেখানে দ্বিতীয়বার বিয়ে করে সে। বিয়ের পর বউ নিয়ে কোতরং ধর্মতলা লেনের বসবাস শুরু করে রাজেশ।

দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিচারিকার কাজ করেন। অভিযোগ, স্ত্রী কাজে বেরিয়ে যাওয়ার পরেই ফাঁকা বাড়িতে নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণ করত সে। ভয় দেখিয়ে প্রতিদিনই নির্যাতন চালাত রাজেশ। সৎ বাবার কুকীর্তির জেরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা।

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই নির্যাতিতা। এরপরেই প্রকাশ্যে আসে এই নারকীয় ঘটনা। বেগতিক বুঝে মুর্শিদাবাদে পালিয়ে যায় চাঁদ মহম্মদ। এতদিন পরে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। সেই অভিযোগের ভিত্তিতেই রাজেশ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সব মহলের।

আরও পড়ুন-ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপটে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ এসএফআই-এর