আগামী বছর এপ্রিল-মে মাসে হতে চলেছে কলকাতা পুরসভা নির্বাচন। আর ছোট লালবাড়ি দখলের স্বপ্ন নিয়ে এখন থেকেই ময়দানে নামছে রাজ্য বিজেপি। তারই অঙ্গ হিসেবে বুধবার পুরসভা অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবির। ডেঙ্গির স্লোগানকে হাতিয়ার করে আজ থেকেই ময়দানে নামছে রাজ্য বিজেপি। যার নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুপুর সাড়ে ১২টায় সেন্ট্রাল থেকে মিছিল নিয়ে কলকাতা পুরসভার দিকে যাত্রা করবেন তাঁরা।
আরও পড়ুন – পরিকল্পনা করেই বিজেপিকে নাকানিচোবানি খাওয়াল কংগ্রেস?
যে ১০ দফা দাবিতে বিজেপির পুরসভা অভিযান–
১) ডেঙ্গি মুক্ত কলকাতা
২) ঝুলন্ত তার মুক্ত কলকাতা
৩) সাবওয়ে যুক্ত কলকাতা
৪) জঞ্জাল মুক্ত কলকাতা
৫) জল কর মুক্ত কলকাতা
৬) WI-FI যুক্ত কলকাতা
৭) কাটমানি মুক্ত কলকাতা
৮) অবৈধ পার্কিং মুক্ত কলকাতা
৯) জমির মিউটেশন ২ শতাংশ কমানোর দাবি
১০) অশান্তি মুক্ত কলকাতা
সব মিলিয়ে পুরভোটের লড়াই-এ যে বিজেপির অন্যতম হাতিয়ার ডেঙ্গি, তা কার্যত স্পষ্ট বিজেপির কর্মসূচি থেকেই।






























































































































