জুনের বিয়ের পোশাক থেকে খাওয়া দাওয়া সব পরিকল্পনা প্রকাশ্যে

0
4

অভিনেত্রী জুন মালিয়ার ১৪ বছরের পুরনো বন্ধুকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাই তাঁর সঙ্গে বিয়েতে যে বিশেষ পরিকল্পনা থাকবে এ কথা বলাই বাহুল্য। জুনের বিয়ের পোশাক থেকে খাওয়া দাওয়া সব পরিকল্পনা প্রকাশ্যে। ‌আগামী ১ ডিসেম্বর সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে খাতায় কলমে গাঁটছড়া বাঁধছেন জুন মালিয়া। ওই দিন রেজিস্ট্রির পরে রিসেপশন পার্টিতে লাইভ ব্যান্ড পারফরম্যান্সের ব্যবস্থা রয়েছে বলে জানান মালিয়া। এই দিন গোলাপি ও কমলা রঙের একটি কাঞ্জিভরম শাড়ি পরবেন অভিনেত্রী। সঙ্গে ভারী সাবেকী গয়নাও পরবেন বলে জানিয়েছেন। ২৭নভেম্বর জুনের পরিবারের পক্ষ থেকে একটি মধ্য়াহ্নভোজের আয়োজন করা হয়েছে। এরপর ২৯নভেম্বর সৌরভের পরিবারের পক্ষ থেকেও রয়েছে খাওয়াদাওয়ার বিশেষ ব্যবস্থা। এছাড়াও মেহেন্দির অনুষ্ঠানও রয়েছে। আর এই সপ্তাহর শেষের দিকে বন্ধুদের সঙ্গে পার্টি করবেন বলে জানিয়েছেন জুন।