বসিরহাট মহকুমার বুলবুলের তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ সহ সুন্দরবন লাগোয়া কয়েকটি ব্লকে আকাশপথে পরিদর্শন করার পরে কর্মতীর্থে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার, বসিরহাটের দিশারি ভবনে একটি অরাজনৈতিক বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী পরিদর্শন করেছেন, চেক বিলিও হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্তরা সঠিকভাবে ক্ষতিপূরণ পাবেন তো? চেক বাউন্স হবে না তো? একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আয়লার সময় যাঁরা ক্ষতিগ্রস্ত হন, তাঁরা এখনও ক্ষতিপূরণ পাননি।
তবে, দিলীপের কথার গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, মুখ্যমন্ত্রী বুলবুল দুর্গত অঞ্চল পরিদর্শন করায়, আশ্বস্ত হচ্ছেন না স্থানীয়রা।





























































































































