ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন মহম্মদ ইমরান। তিনি সৈয়দ মোয়াজেম আলির স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার ঢাকা থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সরকার এই তথ্য জানিয়েছে। এই মুহূর্তে ইমরান বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন আরব আমিরশাহীতে। আন্তর্জাতিক সম্পর্কে অভিজ্ঞ ইমরান ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের চাকরিতে যোগ দেন। তিনি মূলত চিকিৎসক। এক সময়ে তিনি কলকাতায় ডেপুটি হাইকমিশনার ছিলেন।




























































































































