মহারাষ্ট্রে কাঠগড়ায় রাজ্যপাল। প্রশ্ন, কেন রাষ্ট্রপতি শাসনে তাড়াহুড়ো করা হল? রাত সাড়ে আটটা পর্যন্ত এন সি পির সময় ছিল। কিন্তু তার আগেই কেন সব দরজা বন্ধ হল?
বিরোধীদের অভিযোগ, রাজ্যপাল বিজেপির কথায় চললেন।
সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হত বিধানসভায়। রাজ্যপাল কী মনে করছেন, এটা বড় কথা না।
অভিযোগ, মোদির বিদেশসফরের আগে বিজেপি বাকিদের সুযোগ বন্ধ করল। এবার বিধায়ক টানার সময় পাবে তারা।































































































































