স্বচ্ছতার স্বার্থে দেশের প্রধান বিচারপতির অফিসকে তথ্যের অধিকার আইনের আওতাভুক্ত রাখা হবে কিনা তা নিয়ে কাল বুধবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এর আগে এই বিষয়ে রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা হয়। এপ্রিলে এই সংক্রান্ত শুনানি শেষ হলেও রায় রিজার্ভ রেখেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। অবসরের আগে কাল রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এখন দেখার প্রধান বিচারপতির অফিসকে আরটিআই-এর অধীনে রাখার পক্ষে অথবা বিপক্ষে কোন মত দেয় সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-১১ দফা দাবিতে রাজপথে নামছে SUCI, রাজ্যপালকে ডেপুটেশন































































































































