এবার বুলবুল বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায় যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নামখানা, কাকদ্বীপ-সহ বিভিন্ন এলাকায় যাবেন। এই সফরের সঙ্গে কোনও ধরণের রাজনীতির সম্পর্ক নেই। কেন্দ্রের তরফে ইতিমধ্যে এই সফরের কথা রাজ্য সরকারকে জানানো হচ্ছে। ইতিমধ্যে রাজ্য সরকার ত্রাণের জন্য নানাবিধ উদ্যোগ নিয়েছে। কেন্দ্রও দুর্গতদের পাশে দাঁড়াতে চায়। প্রধানমন্ত্রী নির্দেশ পেয়েই বাবুল এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন।






























































































































