৯২ বছরে লালকৃষ্ণ আদবানি অবশেষে মুখ খুললেন। অযোধ্যার রায় নিয়ে তিনি বললেন, আমার অবস্থানই স্বীকৃতি পেল সুপ্রিম কোর্টে। রাম মন্দিরের পক্ষে সর্বসম্মত রায় দেয়ায় নিজেকে ধন্য মনে করছি। আদবানি বলেন আমি প্রথম থেকে বলে আসছি ভারতের সভ্যতা- সংস্কৃতির সঙ্গে রাম ওতপ্রোতভাবে জড়িয়ে। রামায়ণ আমাদের আধার। দেশ-বিদেশে থাকা মানুষজনের কাছে অযোধ্যা পূণ্যভূমি। তাদের বিশ্বাস ও আবেগকে মর্যাদা দিল সুপ্রিম কোর্ট। সবশেষে আদবানির বক্তব্য, এই গোটা বিষয়টিতে আমার একটি ভূমিকা রয়েছে এটা ভাবতেও আজ ভাল লাগছে।































































































































