শ্রেয়স-রাহুলের যুগলবন্দিতে ভারত ১৭৪

0
5

শ্রেয়স আইয়ারের ক্যাচ ফেলে দিয়ে দিনের শেষে আফশোসের খাতা খুলতে হতে পারে বাংলাদেশকে। খাতা খোলার আগেই তাঁকে ফেলেছিলেন বিপ্লব। মুশকিল বাড়ত তাহলে ভারতের। কারন, তার আগেই আউট হয়েছেন শিখর ধাওয়ান আর অধিনায়ক রোহিত। সেই শ্রেয়স থামলেন শেষে ৬২ রানে। নাগপুরের টি-২০ ম্যাচে ভারত করল ১৭৪-৫। টসে হেরে ব্যাট করতে এসেছিলেন রোহিত। ফিরলেন ২ রানে। এরপর ধাওয়ান ১৯। দুর্দান্ত খেলছিলেন রাহুল ৫২ রান করে উইকেট কার্যত ছুড়ে দিয়ে এলেন। ঋষভ পন্থ ফের হতাশ করে ৬ রানে আউট হলেন। পাল্টা খেলতে নেমে বাংলাদেশের বিপদ বাড়ছে। ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২ রান তুলেছে।