শিবসেনাকে সরকার গড়তে ডাকলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং। ফড়নবিশ সরকার গড়া থেকে পিছু হঠার পরেই শিবসেনাকে সরকার গড়তে ডাকেন রাজ্যপাল। সেনা দ্বিতীয় বৃহত্তম দল। আমন্ত্রণ পাওয়ার পরেই সেনা প্রধান ঠাকরে তাঁর বাসভবন মাতশ্রীতে বৈঠকে বসেন। কথা হচ্ছে এনসিপির সঙ্গে। কংগ্রেসের সঙ্গে কথা বলতেও দূতও পাঠিয়েছেন তিনি। কালকেই কী চমক!































































































































