৯ মাস নয়, পুরো তিন বছর প্রেসিডেন্ট সৌরভ!

0
16

বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য আর এক সুখবর। হ্যাঁ, মহাসুখবর। পুরো তিন বছর বিসিসিআই প্রেসিডেন্ট থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত নিয়ম মেনে ন’মাস পরে সৌরভের কুলিং অফ পিরিয়ডে যাওয়ার কথা। কিন্তু বিসিসিআইয়ের অন্দরে অন্য কথা। আগামী ১ ডিসেম্বর বিসিসিআইয়ের প্রথম বার্ষিক সভা। সেখানে সিওএর নিয়ম পরিবর্তন করে পুরো তিন বছরের জন্যই সৌরভ ও জয় শাহকে দায়িত্বে রেখে দেওয়ার পরিকল্পনা চলছে। সে ব্যাপারে অন্দরের গুটি সাজানোর প্রক্রিয়াও শুরু হয়েছে, যাতে প্রেসিডেন্ট নির্বাচনের মতো মেয়াদ বৃদ্ধিতেও বাধা না আসে।