আমাদের নৈতিক জয়, রাজনৈতিক ফয়দা তো হবেই : দিলীপ

0
3

বহুদিনের বিতর্কের পর ঐতিহাসিক রায়। বিজেপির নৈতিক জয়। স্বাগত জানাচ্ছি, বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, সেইসব কর সেবকদের স্বপ্ন পূরণ হয়েছে। তাদের মধ্যে আমিও ছিলাম। নয়ের দশকের সেই আন্দোলনে। আমিও ছিলাম। তবে এই রায়ে একটা ভাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে। রায় আগেও আসতে পারত। কিন্তু সুপ্রিম কোর্ট হয়তো বুঝেছে এত শক্তিশালী সরকার আগে আসেনি, যারা রায়ের পর শান্তি আর আইন-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবে।

দিলীপ বলেন, কেউ কেউ রায়ে খুশি হননি। কিন্তু দিনের শেষে কোর্টের রায়, মানতেই হবে। ৩৭০, তিন তালাক তোলার পর এবার রাম মন্দির। আমরা কথা দিয়েছিলাম, করেছি। এতে যদি আমাদের রাজনৈতিক লাভ হয় হবে। তবে কোর্টের বাইরে সমাধান হলে ভালই হতো। হয়নি তাই কোর্টে যেতে হয়েছে। মুঘল আমল দেশকে ক্ষতবিক্ষত করা হয়েছে। বহু মন্দির চুরমার করা হয়েছে। তার মধ্যে আমরা বলেছিলাম কাশী, বৃন্দাবন, অযোধ্যায় মন্দির তৈরি করব। একটা হয়েছে, বাকিগুলোও হবে।