বিতর্কিত অযোধ্যা জমি মামলার রায়ের পরে এখন মন্দির নির্মাণ করাই তাঁদের লক্ষ্য। শনিবার বেলা একটা নাগাদ নাগপুরে আরএসএসের সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন সংঘচালক মোহন ভাগবত। অযোধ্যা মামলার সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে মোহন ভাগবত বলেন, কয়েক দশক ধরে চলা এই মামলার এতদিনে উপযুক্ত নিষ্পত্তি হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে তিনি জানান, এই রায়কে কারও হার বা কারও জিত হিসেবে দেখা উচিত নয়। দেশে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছেন আরএসএস প্রধান।
শীর্ষ আদালতের নির্দেশ মতো অযোধ্যার বিতর্কিত জমিতে হবে রাম মন্দির। অযোধ্যাতে মসজিদের জন্য আলাদা জমি দেওয়া হবে। যদিও রাম মন্দির আন্দোলনের শুরু থেকেই সংঘের তরফ দাবি ছিল, মসজিদ অযোধ্যার বাইরে কোথাও নির্মাণ করতে হবে। তবে এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, অযোধ্যায় গুরুত্বপূর্ণ জায়গায় মসজিদ তৈরির জন্য জমি দিতে হবে। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি মোহন ভাগবত। তিনি জানান, মন্দির নির্মাণের জন্য কেন্দ্রকে তিনমাসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন মন্দির নির্মাণই তাঁদের লক্ষ্য। তাঁরা সেদিকেই নজর দিতে চান।































































































































