অযোধ্যা রায়: শান্তি, ঐক্য ও সম্প্রীতি রক্ষার ডাক দিয়ে জাতির উদ্দেশে ভাষণ মোদির

0
4

অযোধ্যা রায়কে স্বাগত জানিয়ে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে ঈদের শুভেচ্ছা ও গুরু নানকের জন্মজয়ন্তীতে শুভেচ্ছা জানান তিনি। অযোধ্যা রায় নিয়ে মোদির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানার অপেক্ষায় ছিল গোটা দেশ। জাতির উদ্দেশে ভাষণে অযোধ্যা রায় নিয়ে প্রধানমন্ত্রী বলেন:

আদালতের রায়ের দিকে নজর ছিল গোটা দেশের। সুপ্রিম কোর্ট সবপক্ষের বক্তব্য মন দিয়ে শুনে সর্বসম্মতভাবে রায় ঘোষণা করেছে। আজ 9 নভেম্বর এক ঐতিহাসিক দিন। সুপ্রিম কোর্টের রায়কে আমরা সম্মান জানাই।

কঠিনতম সমস্যার সমাধান আছে সংবিধানেই। আজ তা আবার প্রমাণ হল।

ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা খুবই মজবুত। 125 কোটি দেশবাসীই নতুন ইতিহাস গড়বে।

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের জীবনীশক্তি। আমাদের একতাই আমাদের উন্নয়নের চালিকাশক্তি।

আজ সামনে এগিয়ে যাওয়ার দিন। অতীতকে ভুলে আমাদের সামনে এগোতে হবে।

নতুন ভারত পশ্চাদপদতা ও নেতিবাচক মনোভাবকে প্রশ্রয় দেয় না।

এই রায়কে কারুর জয় বা পরাজয় হিসাবে দেখা উচিত নয়। সবার বিকাশ ও সবার বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য। রাষ্ট্র নির্মাণে দায়িত্ব বাড়ল আমাদের।

আমাদের সবাইকে শান্তি, ঐক্য, সদ্ভাব, সৌহার্দ্য, সম্প্রীতি রক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে।