বুলবুলের জেরে সুন্দরবনে শুরু হয়েছে তাণ্ডবলীলা। হাওয়া অফিসে জানানো হয়েছে, টানা প্রায় তিন ঘন্টা ধরে চলছে ঝড়ের সঙ্গে বৃষ্টির তাণ্ডব। এপারের সুন্দরবন আর ওপারের খেপুপাড়ায় আছড়ে পড়ে বুলবুল। রাত আটটার কিছু পড়েই। ঝড়ের গতিবেগ প্রায় ঘন্টায় ১১০-১২০ কিলোমিটার। দক্ষিণ ২৪ পরগণার উপকূল এলাকায় ঝড়ের প্রকোপে বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বহু বাড়ির টিনের চাল উড়ে গেছে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি।





























































































































