স্থলে ঢুকে একটু দুর্বল ‘বুলবুল’, আর এক ঝটকার আশঙ্কা

0
6

বুলবুল নিয়ে রাত দশটার খবর: বড় ধাক্কাটা হয়ে গেছে। স্থলে ঢুকে একটু দুর্বল বুলবুল। তবে শেষের আগে আরেকটি ঝটকার আশঙ্কা আছে। উত্তর, দক্ষিণ চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুরের উপকূলে আছড়ে পড়ার সময় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। রাত দুটো পর্যন্ত দুর্যোগের ফলে কমবেশি বিপদের আশঙ্কা আছে। কলকাতায় আপাতত আর বেশি বাড়াবাড়ির সম্ভাবনা নেই।