বুলবুল ঘূর্ণিঝড়ে প্রাণ গেল দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এক যুবকের

0
6

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল যত এগিয়ে আসছে স্থলভাগের দিকে ক্রমশ তার দাপট বোঝা যাচ্ছে। গতকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেে আজ বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বুলবুলের আসল ঝাপটা গায়ে লাগতে না লাগতেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে গেল। ঘটনাটি ঘটেছে সৈয়দ আমীর আলী এভিনিউয়ের ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব , যা সিসিএফসি নামে পরিচিত, তার ভিতর। প্রতিদিনের নিয়ম মত ক্লাবের রেস্তোরাঁতে কাজ করতে আসছিলেন ট্যাংরায় বাড়ি ভাড়া নিয়ে থাকা বিহারের বাসিন্দা সোহেল শেখ(25)। ইন গেট দিয়ে ঢোকার সময় কাছেই সামনের চত্বরে থাকা একটি বড় গাছ বাতাসের ঝাপটায় পড়ে যায়। পড়তে পড়তে সেটি আঘাত করে সোহেল-এর মাথায়। গুরুতর আহত হয় সোহেল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন সেখানকার রক্ষী।