স্বাস্থ্য ইস্যুতে এবার রাজ্য সরকারকে তোপ রাজ্যপালের

0
3

ফের সরকারের সমালোচনায় রাজ্যপাল। এবার স্বাস্থ্য ইস্যু। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প কেন বাংলায় আটকে দেওয়া হয়েছে, তা নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বাংলার সাংবিধানিক প্রধান। তিনি জানান, এখনও ১০০ দিন হয়নি তিনি রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন। এরমধ্যেই প্রায় তিন হাজার আবেদন তাঁর কাছে জমা পড়েছে। যার সবকটাই স্বাস্থ্য নিয়ে।

বাংলায় আয়ুষ্মান ভারত না হওয়ার কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিকল্পে বাংলায় ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু এসবের তোয়াক্কা না করেই রাজ্যপালের সাফ কথা, “বাংলায় সব কিছু নিয়েই রাজনীতি হয়। সব কিছুকে ছাপিয়ে গিয়েছে রাজনীতিকরণ। স্বাস্থ্যকে তা থেকে বাদ রাখাই শ্রেয়।”

এর আগে আয়ুষ্মান ভারত নিয়ে বাংলায় ভোট প্রচার করতে এসে নরেন্দ্র মোদি, অমিত শাহরাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছিলেন, সঙ্কীর্ণ রাজনীতি করতে গিয়ে রাজ্যের কোটি কোটি মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। যদিও রাজ্যপালের এই বক্তব্য নিয়ে তৃণমূলের তরফে দলগত ভাবে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।