10 উইকেট নিয়ে চমকে দিল ক্ষুদে স্পিনার

0
1

যেন জুনিয়র অনিল কুম্বলে। তেজপুরে অনুর্ধ্ব 16 বিজয় মার্চেন্ট ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে মেঘালয়ের হয়ে প্রথম ইনিংসে 21 ওভার বল করে 51 রান দিয়ে 10 উইকেট নিল অফস্পিনার নির্দেশ বাইসোনা। মেরঠে ছেলেটি খেলছে মেঘালয়ের অতিথি ক্রিকেটার হিসেবে।