ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল! কী বলছে আলিপুর হাওয়া অফিস?

0
4

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। যা আছড়ে পড়তে পারে রাজ্যের জেলাগুলিতে। সপ্তাহের শেষ হতে পারে বৃষ্টিপাত। মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে প্রশাসন। গভীর সমুদ্র থেকে তাঁদের ফিরে আসার আবেদন করা হয়েছে।

তবে হাওয়া অফিসের শেষ খবর অনুযায়ী, সমুদ্রেই শক্তি ক্ষয় করবে ঘূর্ণিঝড় বুলবুল। পশ্চিম বাংলা ও বাংলাদেশের কাছে উপকূলে এসে শক্তি ক্ষয় হবে ঘূর্ণিঝড়ের। এখনও উপকূল অতিক্রম করার কোনও সম্ভাবনা নেই। শনি ও রবিবার রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। দীঘা থেকে বকখালি, রাজ্যের সমস্ত বিনোদনমূলক স্পোর্টস নিষিদ্ধ। আজ, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ জারি করা হয়েছে। আগামীকাল, শুক্রবার থেকে সমুদ্রে যেতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের।

শনি ও রবি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, নদীয়ায়।

আরও পড়ুন-ফের শহরবাসীর চোখে জল আনছে পেঁয়াজ, ১০০ টাকা ছাড়িয়েছে দিল্লিতে