দূষণ বড় বালাই, শিব-দুর্গা-কালীর মুখেও মাস্ক

0
2

দূষণই নাজেহাল দিল্লিবাসী। কমবেশি দূষণ ছড়িয়েছে তার আশেপাশের অঞ্চলেও। নাজেহাল মানুষজন। বাদ নেই দেবদেবীরাও। বারাণসীর শিবপার্বতী মন্দিরের শিব, দুর্গা, কালী সহ দেবদেবীদের দূষণের কবল থেকে বাঁচাতে মাস্ক পরালেন পুরোহিতরা। মন্দির কর্তৃপক্ষের মতে, তারা বিশ্বাস করে, এই বিগ্রহরা জীবন্ত। তাই বিষাক্ত বায়ুতে যদি মনুষ্য সমাজের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে আরাধ্যদেরই বা হবে না কেন? সেই কারণেই এই মাস্কের ব্যবস্থা।

অনেকে আবার এটাকে একটা প্রতীক হিসেবে দেখছেন। বিগ্রহের মুখে মাস্ক পরিয়ে দূষণের তীব্রতা বোঝানো হচ্ছে। তবে এতসবের পরেও দূষণ কমানোর কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে প্রশাসনের তরফে সদুত্তর মেলেনি।