জামিন পেলেন সেই হানিপ্রীত

0
3

ধৃত গুরু রামরহিমের সঙ্গিনী হানিপ্রীত সিং জামিন পেলেন। 2017 সালে পাঁচকুলা দাঙ্গার জেরে হানিপ্রীত ধরা পড়েন। তাঁদের কান্ড নিয়ে নানা কথা শোনা যায়। এতদিনে হরিয়ানার এক আদালত জামিন দিল।