দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে। দেশে না থাকলেও ট্যুইটে মোদিকে আক্রমণ অব্যাহত রাহুল গান্ধীর। একটি ইনডেক্স তৈরি করে রাহুল আক্রমণ করেছেন কেন্দ্র সরকারের আর্থিক নীতিকে। এক মাসের তফাতে দেশে চাকরির হাল দেখাতে গিয়ে তিনি বলেন, এ বছরের সেপ্টেম্বরে বেকারত্বের হার ছিল ৭.১৬%। অক্টোবরে অর্থাৎ এক মাসের মধ্যে তা বেড়ে হয়েছে ৮.৫%। আর সেই ইনডেক্স প্রকাশ্যে এনে রাহুলের মন্তব্য, রুদ্ধশ্বাস গতিতে দেশে বেড়ে চলেছে বেকারত্বের হার। মোদি মিনার বেড়েই চলেছে। এটাই হচ্ছে এই সরকারের অক্ষমতার স্মারক। তারপর তিনি লিখছেন, মোদি, মান্ডি অওর মুসিব্বত। যার অর্থ মোদি, বাজার এবং সমস্যা। সরকারি সমীক্ষাও বলছে, ২০১১-১২ থেকে টানা আট বছরে দেশে চাকরি হারিয়েছেন এক কোটির বেশি মানুষ।