আজই দ্বিতীয়বারের জন্য এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের সংকটই ছিল তাঁদের বৈঠকের আলোচ্য। পরে পাওয়ার জানান, মহারাষ্ট্রের জনতা এনসিপি ও কংগ্রেসের জোটকে বিরোধী আসনে বসার জন্যই ভোট দিয়েছে। তাই জনাদেশ মেনে তাঁরা বিরোধী দলের দায়িত্বই পালন করবেন। পাওয়ার আরও বলেন, বিজেপি ও শিবসেনার মধ্যে 25 বছরের সম্পর্ক। তাই দুই দলেরই উচিত মহারাষ্ট্রের মানুষের স্বার্থে দ্রুত সমস্যা মিটিয়ে নেওয়া। প্রসঙ্গত, বিজেপিকে বাদ দিয়ে সরকার গড়ার জন্য 170 জন বিধায়কের সমর্থন শিবসেনার কাছে আছে বলে যে দাবি সঞ্জয় রাউত করেছিলেন তার বাস্তবতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন পাওয়ার। এদিকে আজই মহারাষ্ট্র নিয়ে কথা বলতে বিজেপি মন্ত্রী নীতীন গডকড়ির সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল।































































































































