বর্তমানে ভারতীয় দলের থেকে সাময়িক বিশ্রাম নিয়ে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার ছিল তাঁর 31তম জন্মদিন। বিরাটের ক্রিকেট জার্নি নিয়ে একটি ভিডিও পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা দেয় বিসিসিআই। এরপর একে একে কোচ রবি শাস্ত্রী থেকে সচিন তেন্দুলকর, ভিভিএস লক্ষণ সহ আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিরাটকে। কিন্তু এই মুহূর্তে অনুষ্কার সঙ্গে ভুটানে ছুটি কাটাচ্ছেন বিরাট। আর সেখানেই সেলিব্রিটি দম্পতি নিজেদের খাওয়ার মুহূর্তের এক ছবি পোস্ট করেছেন।
What a blessing to be able to visit such divine places with my soulmate. Also thank you everyone for your kind wishes from the bottom of my heart. ??❤️ pic.twitter.com/ww8HfE7o4Z
— Virat Kohli (@imVkohli) November 5, 2019
বিরাট ছবি পোস্ট করে লেখেন, ‘আমার জীবনসঙ্গিনীর সঙ্গে প্রকৃতির এই সৌন্দর্য ভরা এক জায়গায় আসতে পেরে ভীষণ ভাল লাগছে। আর সকলকে ধন্যবাদ, যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।’ মুহুর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।