বিধানসভার মেয়াদ শনিবার 9 নভেম্বর শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে সরকার গঠন করতে না পারলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা। এই পরিস্থিতিতে আগামীকাল রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতির নেতৃত্বে দলের সিনিয়র নেতাদের এক প্রতিনিধিদল কাল সকালে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুধীর মুঙ্গেতিওয়ার। তিনি জানান, বিজেপি-শিবসেনার সরকারই হবে। দুটো দলের সম্পর্ক জলের মত। যত যাই হোক না কেন, এই দুই দল একসঙ্গেই থাকবে।
এদিকে আজই শিবসেনার ছজন মন্ত্রী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেন। বৈঠক ইতিবাচক হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, মুখে 50:50 ফর্মূলায় অনড় থাকার কথা বললেও শিবসেনার অন্দরেই সরকারে সামিল হওয়ার চাপ বাড়ছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাই দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।































































































































