ফের নিজেদের দাবি নিয়ে রাজপথে প্রতিবাদে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। বুধবার, যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে মিছিল করে যেতে চান বিক্ষোভকারীরা। লম্বা মিছিলের একপ্রান্ত যখন বাঘাযতীন মোড়ে, তখন শেষ প্রান্ত ছিল যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের সামনে। বাঘাযতীন মোড়েই ব্যারিকেড করে রাস্তা আটকায় পুলিশ। সরে না গিয়ে সেখানেই বসে পড়েন শিক্ষক-শিক্ষিকারা।
গত জুলাই মাসে গ্রেড পে বাডা়নোর দাবি জানান প্রাথমিকের শিক্ষকরা। দাবি মেনে ২৬০০ টাকা থেকে প্রাথমিক শিক্ষকদের গ্রেড ৩৬০০টাকা করে রাজ্য সরকার। কিন্তু এবার দেখা দিয়েছে অন্য সমস্যা। প্রাথমিক শিক্ষক আন্দোলনকারীরা জানান, গ্রেড পে বাড়লেও পে-ব্যান্ডের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। ফলে বেতনের বেসিক বৃদ্ধি হয়নি। এতে প্রতিমাসে প্রাথমিক শিক্ষকরা হাতে কম টাকা পাচ্ছেন। এই নিয়ে এখনও শিক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন-গুজরাতিতে হলে, বাংলায় প্রশ্নপত্র নয় কেন? সরব অভিষেক






























































































































