আমেরিকাকে হারিয়ে ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা হকি দল। তবে এখানে আত্মতুষ্টি পেলেই চলবে না। আসল লক্ষ্য টোকিও অলিম্পিকে পদক জেতা। এমনটাই জানিয়েছেন ভারতের মহিলা হকি দলের অধিমায়ক রানি রামপাল।
আমেরিকাকে ৬-৫ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন ভারতের মহিলা হকি দলের খেলোয়াড়রা। এবার পালা অলিম্পিকে সোনা জেতার। এই বিষয়ে রানি বলেন, ‘আমরা সবে মাত্র একটা ধাপ পেরিয়েছি। এখনও বেশ কয়েকটা ধাপ পেরোতে হবে। এখন শুধুই ফোকাস আমাদের ২০২০ টোকিও অলিম্পিক। আর এর জন্য এখন থেকেই আমরা সব খুঁটিনাটি বিষয়ে খতিয়ে আলোচনা করব, প্র্যাকটিস করব। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ এখন যোগ্যতা অর্জনের পর টোকিও অলিম্পিকে পদক জিততে পারে ঙ্কিনা ভারতের মহিলা হকি দল, সেটাই দেখার।






























































































































