রাজ্যে ফের ডেঙ্গুর বলি, এবার হাওড়ায় মৃত্যু মহিলার

0
2

রাজ্যে ফের ডেঙ্গুর বলি। এবার হাওড়ায়। বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জুড়ে। মৃতার নাম কেয়া গোস্বামী (২৬)। তিনি সাঁতরাগাছির ঠাকুর রামকৃষ্ণ লেন এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন কেয়া। গত বুধবার তাঁকে রামরাজাতলার একটি নার্সিংহোমে ভর্তি করতে হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কেয়াকে চুনাভাটির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেই নাসিংহোমেই এদিন তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর পাওয়ার পর প্রথমে এই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগও তুলেছে মৃতার পরিবার।