মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৬০ জনেরও বেশি স্কুল পড়ুয়া। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গের একটি সরকারি প্রাইমারি স্কুলে। সূত্রের খবর, মঙ্গলবার স্কুলের টিফিন টাইমে প্রায় ১২৫ জন পড়ুয়ার মধ্যে মিড-ডে মিলের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই কয়েকজন পড়ুয়ার পেটে ব্যথা শুরু হয়। অনেক পড়ুয়া বমিও করতে শুরু করে। এরপরই তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
জানা গিয়েছে, এই ধরনের ঘটনা এই স্কুলে এই প্রথম নয় আগেও বহুবার স্কুল পড়ুয়াদের এই খাবারের সম্মুখীন হতে হয়েছে। এর আগেও জুলাই মাসেই মিড-ডে মিলের খাবারে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয় এই স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া। প্রথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে, রান্নার সময় পাত্রে টিকটিকি পড়ে গিয়ে খাবারে বিষক্রিয়ার ফলেই এই বিপর্যয় ঘটেছে। এরইমধ্যে মিড-ডে মিলের জন্য রান্না করা খাবার গুলি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
Karnataka: More than 60 students of a primary school in Chitradurga admitted to hospital today. Students complained of stomach ache and vomiting allegedly after consuming mid meal at school. pic.twitter.com/POZ7dA8ASN
— ANI (@ANI) November 6, 2019
আরও পড়ুন-শিবাজি পার্কে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আদিত্য ঠাকরেই: শিবসেনা