আর হাতে মাত্র ৭২ ঘণ্টা সময়। ৯ নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এই পরিস্থিতিতে বুধবার সকালে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়ি গিয়ে দেখা করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। যাওয়ার আগে তিনি বলেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা মারাঠি মানুষের জানাদেশের পরিপন্থী হবে।
বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে শরদ পাওয়ার জানিয়ে দেন, সরকার গড়ার জনাদেশ পেয়েছে শিবসেনা ও বিজেপি। তাদেরই সরকার গড়া উচিত। এনসিপি বিরোধী আসনেই বসবে বলে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেন শরদ পাওয়ার।
এদিকে, দেবেন্দ্র ফড়নবিশকে মুখমন্ত্রী করার বিষয়ে অনড় বিজেপিও। শিবসেনা নেতাদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠকেও করেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তবে, সেই বৈঠকেও রফাসূত্র বেরনোর ইঙ্গিত মেলেনি বলে খবর।
আরও পড়ুন-পোখরানে হানিট্র্যাপে ২ ভারতীয় সেনা































































































































