ফের কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়ার ডাক্তারদের বিক্ষোভে বেহাল পরিষেবা

0
1

ফের জুনিয়ার ডাক্তারদের বিক্ষোভে বেহাল কলকাতা মেডিক্যাল কলেজের পরিষেবা। অভিযোগ, বুধবার আউটডোরে লাইন ভেঙে টিকিট করা নিয়ে হেনস্থা করা হয় এক ডাক্তারকে। এরপরেই পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে ওই জুনিয়ার ডাক্তারকে মারধর করা হয়। পরিচয় দেওয়ার পরও রেহাই মেলেনি বলে অভিযোগ। এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবাও। রোগীদের লম্বা লাইন পড়ে যায়। কিন্তু নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা।
এরআগেও কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ব্যাহত হয় পরিষেবা। আতান্তরে পড়েন রোগীরা। কিন্তু নিরাপত্তার দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। এদিন অবশ্য পুলিশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলে কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, তা ভেবে চিন্তায় রোগী ও তাঁদের আত্মীয়রা।