সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নিয়েও এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আমি গুজরাতি ভাষা পছন্দ করি। তবে, কেন অন্যান্য আঞ্চলিক ভাষাগুলি উপেক্ষা করা হয়েছে? যদি গুজরাতি ভাষা সেখানে থাকে তবে বাংলা অন্যান্য আঞ্চলিক ভাষা অবশ্যই সেখানে রাখতে হবে।’
জেইই-তে ইংরেজি, হিন্দির পাশাপাশি গুজরাতিতে প্রশ্নপত্র হবে গুজরাত, দমন, দিউ সহ অন্যান্য জায়গায়। আর দেশের অন্যান্য বাকি জায়গায় প্রশ্নপত্র হবে শুধু ইংরেজি ও হিন্দিতে। এই নিয়েও সরব হয়েছেন তৃণমূল সংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, কেন ইংরেজি ও হিন্দির পাশাপাশি শুধু গুজরাতিতেই প্রশ্নপত্র হবে? সাংবিধানিক অধিকার সবার জন্য সমান। তাহলে ২০২০-র সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলুগু, তামিল, মারাঠিতেও প্রশ্নপত্র হওয়া উচিত। ভাষাগত বৈষম্য অসংবিধানিক বলেও অভিযোগ করেন তিনি। আগামী জানুয়ারি মাসের ৬ থেকে ১১ তারিখ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। কিন্তু সেখানে কেন্দ্রের এই নিয়মের বিরুদ্ধে সবর হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
I love Gujarati language. But, why have other regional languages been ignored?
Why injustice is being meted out to them?
If Gujarati has to be there, then all regional languages including Bengali must be there. (3/4)— Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019