বারবার রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন- কখনও রাজনৈতিক দল, কখনও ছাত্র সংগঠন, কখনও শিক্ষক সংগঠন দাবি নিয়ে সবাই নেমে পড়ে রাস্তায়। পথ আটকে বসে পড়ে তারা। তাতে তাদের দাবি কতটা মান্যতা পায় সেটা বিতর্কের বিষয়, তবে এরজেরে চরম নাকাল হন রাস্তায় বেরোনো মানুষজন। বুধবার, নিজেদের বেতন পরিকাঠামো পরিবর্তনের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিছিল করে যাচ্ছিলেন প্রাথমিকের শিক্ষকশিক্ষিকারা। বাঘাযতীন মোড়ে মিছিল আটকায় পুলিশ। সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বাঘাযতীন মোড় সংলগ্ন এলাকা। যাদবপুর, গড়িয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরে সমস্যায় পড়ে স্কুল ফেরত ছাত্রছাত্রীরা। কাজের দিনে আটকে পড়েন রাস্তায় বেরোনো মানুষজন।
এদিকে অ্যালুমনিয়ামের ব্যারিকেড ও জলকামান নিয়ে অপেক্ষা করে পুলিশ। কিন্তু শান্তিপূর্ণ অবস্থান সরাতে পারেনি তারা। এই পরিস্থিতিতে স্তব্ধ হয়ে পড়ে গোটা যাদবপুর-বাঘাযতীন অঞ্চল। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত তাঁরা অবস্থান তুলবেন না। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের যাত্রীরা কীভাবে, কখন গন্তব্যে পৌঁছবেন তার উত্তর নেই কারো কাছেই।
আরও পড়ুন – ফের অবস্থান বিক্ষোভে প্রাথমিক শিক্ষকরা





























































































































