দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা নয়। বিজেপির সঙ্গে ঝামেলা মেটাতে দরকার নীতীন গড়কড়িকে। তিনি কথা বললেই সমস্যা মিটবে। বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে উসকে দিয়ে এই দাবি করল শিবসেনা। দলের নেতা কিশোর তিওয়ারি আরএসএস প্রধান মোহন ভাগবতকে চিঠি লিখে অমিত শাহের ঘনিষ্ঠ ফড়নবিশের বিরুদ্ধে নালিশ করে বলেছেন, সমস্যা মেটানোর মনোভাবই নেই ওর। ফড়নবিশের সঙ্গে আর আলোচনা অর্থহীন। বরং কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি হস্তক্ষেপ করলে সমস্যা মিটতে পারে।
শিবসেনার এই নতুন দাবির পর সঙ্ঘ ও বিজেপি কী সিদ্ধান্ত নেয়, তাই দেখার।