তৃণমূল নেতা-মন্ত্রীরাই হোয়াটসঅ্যাপে কল করেন! বলছেন সায়ন্তন

0
7

ফোনে আড়িপাতা নিয়ে এবারে বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। তার অভিযোগ, রাজ্য সরকারের মন্ত্রী-আমলারা আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন। শুধু আমায় নয় রাজ্য বিজেপি সভাপতিকেও তাঁরা হোয়াটসঅ্যাপে কল করেন। তাঁরা স্বীকার করেন, মোবাইলে ফোন করা যাবে না। জেলাশাসক ও এসপিরাও নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলেন না। অভিযোগ তাঁদের ফোনও ট্যাপ করা হয় রাজ্য সরকারের নির্দেশে। আমিও রাজ্য সভাপতিকে ফোন করি অন্য একটি গোপন নম্বরে। সেটায় আমাদের নাম নেই।

সায়ন্তনের দাবি, আগামী বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ২০০টির বেশি আসন পাবে। তাঁর যুক্তি, লোকসভায় আসলে বিজেপি ২১টি আসনে জিতেছে। বিজেপির আসন সংখ্যা ১৮ হলেও সায়ন্তনের ব্যাখ্যা আরামবাগে ১১০০ভোটে হেরেছে বিজেপি। সেখানে গণনা ভেস্তে দেওয়া হয়েছিল। আর কাঁথিতে রিগিং করে হারানো হয়েছে। এইরকম অন্তত ৩টি আসনে বিজেপি হেরেছে যেখানে বিজেপির জেতা নিশ্চিত ছিল। বিধানসভা ভোটে বিজেপি কমবেশি 200টির কাছাকাছি আসন পাবে। তৃণমূলের আসন ৩০ও পেরোবে না।

আরও পড়ুন – গুরুজনরা সব সময়েই বেশি কথা বলেন, রাজ্যপাল প্রসঙ্গে কটাক্ষ পার্থর