ফের ট্রেন থেকে পড়ে যাত্রী-মৃত্যু

0
1

ফের শেওড়াফুলিতে একই জায়গায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখে ভিড় ট্রেনে গেটে ঝুলে আসতে গিয়ে আপ লোকাল পড়ে যান শ্রীরামপুর বাঙ্গিহাটির বাসিন্দা শেখ মারু নামে এক যাত্রী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রেললাইনের একদম পাশে পরিত্যক্ত কেবিনের কারণেই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীদের।

শেওড়াফুলি স্টেশনের চারনম্বর আপ লাইনের পাশে থাকা পরিত্যক্ত কেবিনে ধাক্কা লেগে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে।