নেতাজি ইন্ডোরে কলেজ শিক্ষকদের সভা থেকে ছাত্র সংসদ নিয়েও অর্থবহ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজ অধ্যক্ষদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে যাদের ছাত্র-সংসদ রয়েছে তাদের নবীন বরণ থেকে শুরু করে সোশ্যাল ফাংশন করতে দেওয়ার অনুরোধ করছি। আমি খবর পাচ্ছি বহু কলেজে এসব অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক নয়। ছাত্ররা ভবিষ্যৎ। তাদের কথা ভাবতে হবে। তাদের কাজটাও তাদেরকে করতে দিতে হবে। তারা যেমন শিক্ষকদের সম্মান করবে, তেমনি শিক্ষকরাও তাদেরকে আশীর্বাদ করবেন। এছাড়া ছাত্রভোট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কলেজে কলেজে নির্বাচন হবে। আশা করব শান্তিতেই এই ভোট প্রক্রিয়া শেষ হবে।






























































































































