কলেজ শিক্ষকদের নয়া বেতন নিয়ে যদি কারওর কোনও বক্তব্য থাকে তবে শিক্ষামন্ত্রীর তাঁদের সঙ্গে বসতে তৈরি। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়ে বলেন, কোষাগারের অবস্থা যেরকম ছিল, সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে, মুখ্যমন্ত্রী সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করেছেন। পার্থবাবু আরও বলেন, প্রথমে যখন কলেজ শিক্ষকদের বেতন কমিশন নিয়ে দাবি উঠেছিল তার মধ্যে এরিয়ারের বিষয়টি ছিল না। পরে বিষয়টি এসেছে। তবে বারে বারেই আমি ওনাদের সঙ্গে বসেছি, আবার বসব। ওনাদের সমস্যার কথা নিশ্চিতভাবে শুনব। এ প্রসঙ্গে অনেকে হতাশার কথা শোনালেও তিনি পরিষ্কারভাবে বলেন একটি গ্লাসে অর্ধেক জল থাকলে কেউ বলেন গ্লাসটি অর্ধেক খালি রয়েছে, কেউ বলেন অর্ধেক ভর্তি রয়েছে। কে কীভাবে দেখবে সেটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার।
আরও পড়ুন-চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী





























































































































