দিল্লিতে আজ সোনিয়া- পাওয়ার বৈঠকে মহারাষ্ট্র নিয়ে কথা

0
13

বিরোধী আসনে বসার কথা বলেও মহারাষ্ট্রের মহাজটে শিবসেনার হয়ে ব্যাট ধরেছেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। শিবসেনার মুখ্যমন্ত্রিত্বের দাবিকে সমর্থন করে বলেছেন, ওদের দাবি অমূলক নয়। রাজ্য চালানোর অভিজ্ঞতাও শিবসেনার আছে। অতীতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবসেনার মনোহর যোশি। পাওয়ারের নৈতিক সমর্থন পাওয়ার পর শিবসেনার দাবি, 170 জন বিধায়কের সমর্থনে বিজেপিকে বাদ দিয়ে সরকার গড়া হবে। যদিও অনেকেরই মত, এসবই হল বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল। এই পরিস্থিতিতে সোমবার দিল্লি আসছেন শারদ পাওয়ার। এদিনই তাঁর বৈঠক করার কথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। মুখে কোনও পক্ষ স্বীকার না করলেও মহারাষ্ট্রের দুই শরিক দলের সর্বোচ্চ নেতা-নেত্রীর বৈঠকে অবশ্যই উঠবে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের প্রসঙ্গ। এনসিপি ও কংগ্রেসের একটা বড় অংশই চাইছে বিজেপিকে শিক্ষা দিতে বাইরে থেকে সমর্থন দিয়ে শিবসেনাকে সাহায্য করুক দুই দল। পাওয়ারের সঙ্গে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতদের একপ্রস্থ কথাও হয়েছে। যদিও খোদ সোনিয়া গান্ধী মতাদর্শগত প্রশ্নে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনাকে সমর্থনে আগ্রহী নন বলেই খবর। এই অবস্থায় পাওয়ার-সোনিয়া বৈঠকে কী উঠে আসে সেদিকে নজর সকলের।

আরও পড়ুন-IPS সুরজিৎ কেন গ্রেফতার হবেন না, বিস্ফোরক পোস্ট কুণালের